নিউজ ডেস্ক : টাঙ্গাইলে নতুন করে আট মাসের শিশু সহ পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬০ জন। আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলায় আটমাস বয়সি শিশু সহ একই পরিবারের চারজন। অপরজন ঘাটাইল উপজেলার।
আজ বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান নতুন করে আট মাসের শিশু সহ পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্তÍ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রকুনুজ্জামান খান বলেন, আক্রান্ত চারজনই উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা গ্রামের একই পরিবারের সদস্য।
তিনি বলেন পরিবারের এক সদস্য ঢাকায় থাকেন। তিনি সেখানে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। সেখানেই তিনি আক্রান্ত হন। পরে তার পরিবারের চারজনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে তা পজেটিভ আসে। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
সেই সাথে ঐ বাড়ির আশে পাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
অপর দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান খান জানান, আক্রান্ত ব্যক্তি উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া গ্রামের বাসিন্দা।
তিনি ঢাকায় চাকরি করতেন। শারিরীক সমস্যার জন্য তার নমুনা পরীক্ষা করা হলে আজ তার রিপোর্ট পজেটিভ আসে। আমরা তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।