নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার সকালে শহরের শহীদ মিনারের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী, নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।