মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল (২) গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর আলী খান (পিপি), টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এর সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি’সহ অন্যান্য কর্মকর্তাগণ। এসময় বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। এ সভায় নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, যানজট, মাদক, অবৈধভাবে বালু উত্তোলন, সড়কের দুরাবস্থা’সহ জেলার বিভিন্ন সমস্যা ও সমাধানে করনীয় নিয়ে আলোচনা করা হয়।