স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে- টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ’সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানগণ এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।