স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল সদর কাতুলী ইউনিয়নের এসডিএস এলাকায় একজন অবৈধ বালু ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চারাবাড়ী সংলগ্ন এসডিএস এলাকায় সদর সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল আমিন শরিফ এ অভিযান পরিচালনা করেন।
পরিচলনার সময় টাঙ্গাইল সদর অফিসার ইনচার্জ তানবীর আহাম্মেদ সহ পুলিশ সদস্যরা এবং ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদর সহকারী কমিশনার(ভূমি) জানান-বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় লঙ্গনের অপরাধে এক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পূর্বেও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।