টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে চার লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ জানুয়ারী সোমবার সন্ধ্যায় উপজেলার সিরাজকান্দী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ও সহকারী কমিশনার মোহাম্মদ আসলাম হোসাইন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পলাশিয়া গ্রামের নবছর মন্ডলের ছেলে মো. জাহিদুল মন্ডল (২২), ফজলুল হকের ছেলে মিজান (১৮), আব্দুল আলিমের ছেলে মমিন মন্ডল (১৮) ও পাটিতাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে আল মামুন (৩০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। সোমবার বিকেলে সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল, মিজান, মমিন ও মামুনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।