স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সন্তোষে ঐতিহ্যবাহী জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের ১৫৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আকন্দ। অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।
এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাহাদত আল হারুন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিয়া চাঁন’সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর-আন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, কুচ-কাওয়াজ ও মশাল দৌঁড় অনুষ্ঠিত হয়। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।