মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে মধুপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে গতকাল বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার টাঙ্গাইল ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক, পৌর মেয়র মাসুদ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ তারিক কামাল। উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় উপস্থিত ছিলেন আসন্ন মধুপুর পৌর সভা নির্বাচনে মধুপুর আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ সিদ্দিক হোসেন খান, বিএনপির মনোনীত প্রার্থী আঃ লতিফ পান্না সহ পৌর নির্বাচনে অংশ গ্রহনকারী সকল কাউন্সিলর প্রার্থীগন এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।
টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী উজ্জ্বল হোসেন ও তার স্ত্রী সেলিনা আক্তারকে কারাদণ্ড দিয়েছেন আদালত। উজ্জ্বল হোসেনকে সাত বছরে কারাদণ্ড এবং সেলিনা আক্তারকে পাঁচ বছরে কারাদণ্ড...