মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে ইটভাটার মাটি বহনকারী হাড্রোলিক ট্রাকচাপায় আবুল হোসেন খান (৫০) নামে এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পীরগাছার গরম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবুল হোসেন খান মধুপুর পৌর এলাকার নাগবাড়ী গ্রামের মৃত ইউনুস আলী খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে রিক্সা ভ্যানে মধুপুর আসার পথে গরম বাজার এলাকায় ভ্যান থামিয়ে রাস্তার পাশে প্রাকৃতিক কাজ সারেন আবুল হোসেন। পরে ভ্যানে ওঠার সময় পাশ দিয়ে স্থানীয় ইটভাটার মাটি টানার ট্রাক তাকে চাপা দেয়। এতে তার দুই পা থেতলে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মধুপুর থানার উপ-পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।