মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস, কাউলজানী এবং ফুলকী ইউনিয়নে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এর নিম্নাঞ্চলে বর্ষার পানি ঢুকে পড়েছে,আর এই নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে,নতুন পানি থেকে অতি সহজেই সব ধরনের মাছ ধরতে পেশাদার জেলে থেকে শুরু করে মৌসুমি মৎস্য শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে,ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে করে হুমকীতে পড়েছে দেশী সব ধরনের মাছ।
নিষিদ্ধ এ সকল চায়না জালের ব্যবহার রুখতে মাঠে নেমেছে বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।
তিনটি টিমে ভাগ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনজুর হোসেন এর নেতৃত্বে নিরাইল ও বালিয়া বিলে, সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেন এর নেতৃত্বে কাউলজানী ব্রীজ পাড় সংলগ্ন প্লাবণভূমিতে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে এর নেতৃত্বে বাদিয়াজান বিল ও নুন্দা বিলে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার চায়না জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনজুর হোসেন বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।