মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সারা দেশের মতো টাঙ্গাইলের বাসাইল পৌরসভাসহ ও ৬টি কেন্দ্রে ১৮টি বুথে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর ২য় ডোজ গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর ) সকাল দশটায় উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। উপজেলার ৬টি কেন্দ্রে ১৮ টি বুথে ৩ হাজার ৬০০ টিকা দেওয়া হবে।
এ সময় উদ্ভোধক হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম আহমেদ এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশীদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান, বাসাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান বলেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে সুশৃঙ্খল ভাবে টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণে অপেক্ষমান সকলকে ধন্যবাদ জানান এবং মাস্ক পরতে বলেন। একই সাথে চলমান এই টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সারাদেশের প্রতিটি নাগরিককে টিকার আওতায় নিয়ে আসতে আজকে গণ টিকার ২য় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। করোনাভাইরাস কে জয় করতে সবাইকে টিকা নিতে আহ্বান জানান তিনি।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ করা যায়। সকলেই মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।