মোঃ মশিউর রহমান /টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে টাঙ্গাইল-আরিচা মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন-উপজেলার চাষা ভাদ্রা গ্রামের আব্দুল মজিদের ছেলে সেন্টু (৩২)।
আহতরা হলেন-দৌলতপুর উপজেলার শহি উদ্দিনের ছেলে রফিক(৩৫),সমেজ উদ্দিনের ছেলে কাবিল(৩২),ঘিওর উপজেলার নূর ওসমানের ছেলে পলাশ (২৪); টাংগাইল সদর থানার অরবিন্দির ছেলে অমিত এবং একজন বৃদ্ধা হেমন্তী(৬০)।
নাগরপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এর মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক থাকায় তাদের টাংগাইল জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার বলেন, অবৈধ এসব যানবাহন রাস্তায় চলাচলের অনুমতি নেই। দ্রুতই এসকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।