মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইল উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনের মহাসড়কে ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র ভাস্কর্য অবমাননাকারী ও ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, মানববন্ধনের শুরুতে একটি মিছিল উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অংশগ্রহন করেন ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার শামছুল আলম মনি, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা হীরা, বীর মুক্তিযোদ্ধা কিরন, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ’সহ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ।