মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে যাচাই বাছাই কমিটি। ৩১ মার্চ বুধবার বেলা ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে গত বুধবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কতিপয় মুক্তিযোদ্ধারা। ওই মানববন্ধনে সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিমুলক বক্তব্য পেশ করার অভিযোগ এনে তার প্রতিবাদে এক সপ্তাহের মাথায় পাল্টা এ মানববন্ধন করলেন যাচাই বাছাই কমিটির সদস্যরা। যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যাচাই বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খান। অন্যান্যের মধ্যে বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বীরমুক্তিযোদ্ধা মোয়জ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাদাসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ১২টায় ঘাটাইল উপজেলা পরিষদের হল রুমে সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...