নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ঘাটাইলে নতুন করে পুলিশ সদস্য সহ আরও পাঁচজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। এ নিয়ে ঘাটাইলে মোট ৭৪ জন করোনা আক্রান্ত হলেন। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে শুধু গত জুলাই মাসে ঘাটাইলে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। নতুন মাস আগস্ট শুরু হওয়ার পর আটজন করোনা ভাইরাস পজিটিভ হলেন।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল তিনি বলেন, ঘাটাইলে নতুন করে আরও পাঁচজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে ঘাটাইল থানায় কর্মরত পুলিশের একজন এসআই এবং তার পরিবারের দুই সদস্য মা ও বোন রয়েছেন। এছাড়া ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এনেসথেসিয়া বিভাগের একজন মেডিকেল অফিসার রয়েছেন। এছাড়াও গতকাল প্রাপ্ত ফলাফলে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী করোনা পজিটিভ হয়েছেন।
তিনি আরও জানান, গত মঙ্গলবার (৪ আগস্ট) ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে তারা তাদের নমুনা দিলে আজকে প্রাপ্ত ফলাফলে চারজন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া ঈদের পরদিন রোববার সংগৃহীত নমুনা থেকে গতকাল প্রাপ্ত ফলাফলে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী করোনা পজিটিভ হয়েছেন।
এ নিয়ে ঘাটাইলে ৭৪ মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হল। এছাড়া শুধু জুলাই মাসেই ৪০ জন করোনা পজিটিভ হলেন বলে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।