সৈয়দ মিঠুন (ঘাটাইল): টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নজুনবাগ পূর্বপাড়া গ্রামে তিনটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানাযায়। বুধবার (১৬ অক্টোবর) রাতে ঐ তিনটি বাড়ী থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত রাতে চোরেরা নজুনবাগ এলাকায় একসঙ্গে তিনটি বাড়ি থেকে চারটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়।
সকালে গৃহস্থরা উঠে গোয়াল ঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠে।জানা যায়, এর মধ্যে হাতেম আলীর দুইটি গরু, আফসার আলীর একটি এবং ইমান আলীর একটি চুরি হয়েছে। গরু গুলোর মূল্য আনুমানিক এক লক্ষ ৬০ হাজার টাকা।
গরু গুলো চুরি হওয়ায় তিন পরিবার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুর্খীন হয়েছেন। এদিকে একরাতে চারটি গরু চুরি হওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকার অধিবাসী সকলেই গরু চুরির শংকায় রয়েছেন।