মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ছালামত হোসেন খান হিটলু। গত ১৮ জুন করোনায় আক্রান্ত হয়ে এ হউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মারা যাওয়ায় এই পদটি শূন্য হয়। নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান হিটলু জানান, গত সোমবার (১২ জুলাই) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছালামত হোসেন খান ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. ওয়াজেদ আলী। উক্ত ইউনিয়নের নির্বাচিত ১২ জন ইউপি সদস্য ভোট প্রদান করেন। প্রতিদ্বন্দ্বি দুই জনই সমান সংখ্যক ৬টি করে ভোট পাওয়ায় লটারির মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। লটারিতে মোঃ ছালামত হোসেন খান হিটলু বিজয়ী হন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। জানা যায়, গত ১৮ জুন ৬ নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১ জুলাই প্যানেল চেয়ারম্যান গঠনের জন্য চিঠি দেওয়া হয়। সেই চিঠির আলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৮ জুলাই ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের চিঠি দেওয়া হয়। ১২ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান গঠনের জন্য ইউপি সদস্যদের মতামত গ্রহণ করা হয়।