ঘাটাইল সংবাদদাতা : ”পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আজ শনিবার (২৬অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। ঘাটাইল থানা এ র্যালির আয়োজন করে।
স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের নেতৃত্বে থানা চত্বর থেকে র্যালীটি বের হয়ে ঘাটাইল পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মাজহারুল ইসলাম প্রমূখ।
র্যালীতে ঘাটাইল থানার পুলিশ, কমিউনিটি পুলিশিং উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিউনিটি পুলিশিং সদস্য এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।