মোঃমশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে পৌরসভা নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে।
ররিবার (১৪ ফেব্রুয়ারি ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার হরিপুর কেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার ও বিএনপি প্রার্থী আলী আকবর জব্বার কর্মিসমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহত হয়েছেন জামাল হোসেন ও ইদ্রিস হোসেন নামের দুইজন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, চতুর্থ ধাপে জেলার কালিহাতী ও গোপালপুর পৌরসভার ভোটগ্রহণ চলছে। এর মধ্যে গোপালপুরে ইভিএমে ও কালিহাতীতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
এ দুটি পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...