মোঃ মশিউর রহমান /টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী কলেজ পর্যায়ে বাস্তবায়ন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৯ ডিসেম্বর)সকাল ১১ টা সময় সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এর পর পর্যায়ক্রমে বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সম্পর্কে বক্তব্যর মাধ্যমে তাদের অনুপ্রেরণা ব্যক্ত করেন।
এ সময় বঙ্গবন্ধুর আত্মজীবনীর আলোচনা এবং মুক্তিযুদ্ধে তার অবদান সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মোঃশহীদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.শাহীন উদ্দিন,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন তালুকদার,হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল।
অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ এর সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ রিপন সহ “অসমাপ্ত আত্মজীবনী” স্কুল কলেজ পর্যায়ে পাঠ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।