আলোকিত বাংলা ডেস্ক: টাঙ্গাইল জেলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।সোমবার(৭অক্টোবর)দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে এ কমিটি গঠন করা হয়। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটিতে যারা আছেন- সভাপতি-মওলানা ফজলুল করিম,সিনিয়র সহ-সভাপতি-মওলানা আব্দুল হামিদ,সহ-সভাপতি-মুফতী আশরাফুল হানাস,সহ-সভাপতি-মাওলানা রেজাউল করিম,সাধারণ সম্পাদক-মাওলানা.রেজাউল করিম রাজু,যুগ্ম সাধারণ সম্পাদক- মুফতী সাদ রহমান,সহ- সাধারণ সম্পাদক-মাওলানা মুকাব্বীর হোসেন,সহ-সাধারণ সম্পাদক-হাফিজ শাহজালাল,সাংগঠনিক সম্পাদক-মুফতী আমিনুল ইসলাম,সহ-সাংগঠনিক-মাওলানা শহিদুল ইলাম(ভূয়াপুর),প্রশিক্ষণ সম্পাদক-মাওলানা আব্দুল হান্নান,সহ-প্রশিক্ষণ সম্পাদক-মাওলানা মাহমুদ,দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আসাদুল্লাহ(দেলদুয়ার),শরীয়াহ বিষয়ক সম্পাদক-মুফতী আবুবকর,ফতোয়া বিষয়ক সম্পাদক-মুফতী সোলাইমান হাব্বি(এলাঙ্গা),আমরু বিল মারুফ ও নাহী আনিল মুনকার বিষয়ক সম্পাদক-মাওলানা ফজলুল হক সিরাজী,মসজিদ বিষয়ক সম্পাদক-মাওলানা মোস্তফা (বড় মসজিদ),গণ শিক্ষা বিষয়ক সম্পাদক-হাফিজ নাসিরুদ্দীন,কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক-মুফতী ফজলে রাব্বী,আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক- মাওলানা রদিকুল ইসলাম,মহিলা মাদরাসা বিষয়ক সম্পাদক-মাওলানা আবুল বাশার,শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ,খানকাহ বিষয়ক সম্পাদক-মাওলানা ওমর ফারুক,ওলামা কল্যাণ সম্পাদক-মাওলানা সোলাইমান(মির্জাপুর),এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিষয়ক সম্পাদক-মাওলানা জাহিদুল ইসলাম আইযুবী,শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আনিছুর রহমান,সংস্কৃতি বিষয়ক সম্পাদক-মুফতী আব্দুর রহমান,কর্মসংস্থান বিষয়ক সম্পাদক-মুফতী সাইফুল ইসলাম(থানাপাড়া),প্রচার সম্পাদক-হাফিজ. কবির,সহ-প্রচার সম্পাদক-হা.মিজান,দপ্তর সম্পাদক-মুফতী আইয়ুব,সহ-দপ্তর সম্পাদক-মুফতী ইব্রাহিম,বায়তুলমাল বিষয়ক সম্পাদক-মা.সেলিম,সহ- বায়তুলমাল বিষয়ক সম্পাদক-হা.মাওলানা আযহার,খেদমত খালক বিষয়ক সম্পাদক-হা.হাবিবুল্লাহ,মুস্তাদ আফীন বিষয়ক সম্পাদক-মাওলানা মোনোয়ার হোসেন,মিডিয়া বিষয়ক সম্পাদক-মুফতী ইসমাঈল(বাজিতপুর)প্রমুখ। এছাড়া বাকি ৪জন সাধারণ সদস্য তারা মাওলানা রফিকুল ইসলাম,আব্দুল জলিল,আশরাফুল ইসলাম,হেদায়াতুল্লাহ।পরে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটির সদস্যদের জন দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়ে ছিলো।