সৈয়দ মিঠুন,, ঘাটাইল প্রতিনিধি: ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈ–হুল্লোড়, ঘুরে বেড়ানো। ঈদ মানে কোলাকুলি, করমর্দন– পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।ঈদ মানে ঘোরা ঘুরি আর বিনোদন।
কিন্তু এবারই প্রথম পরিস্থিতি ভিন্ন। চলমান করোনা দুর্যোগে এবারের ঈদে চিরচেনা সেই দৃশ্য যেন হারিয়ে গেছে বিনোদন পার্ক গুলোতে। করোনা দুর্যোগের কারণে এবার জনসমাগম এড়াতে পার্ক গুলো বন্দ থাকায় এ এক অন্যরকম প্রেক্ষাপট। তবে সাধারন মানুষ বলছেন বিনোদন পার্ক যদি খোলা থাকতো তাহলে হয়তো পরিবার নিয়ে পার্কে ঘুরতে আসতাম তবে আমরা আশা করছি এই দুর্যোগ মোকাবেলা কেটে গেলেই আবার আমরা বিনোদন পার্কে যেতে পারবো। তবে ঘাটাইল ফতের পাড়া একটি ব্রিজ রয়েছে। সেখানে পরিবেশটা অনেক ভালো সেখানে আমরা পরিবার নিয়ে একটু ঘুরে আসি। তাতে আমাদের শিশুদের মন অনেকটাই ভালো হয়ে যায়। হৃদয় তিনি বলেন আসলে এই ঘাটাইল ফতের পারা ব্রিজ ঐতিহ্যবাহী ব্রিজ এখানে আসলে আমাদের মনটা অন্যরকম হয়ে যায়। হিমেল হাওয়া বাতাস যেন আমাদের অন্যরকম দোলা দিয়ে যায় আর সেজন্যই আমরা এই ফতের পাড়া ব্রিজে ঘুরতে আসি