আরমান কবীরঃ চিরনিদ্রায় শায়িত হলেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীন আওয়ামীলীগ নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামান।
রবিবার (২৬এপ্রিল) ভোর সকালে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় টাঙ্গাইলের গোপালপুরে নারুচিতে তার বাসভবনের সাথে পাররিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৪ টায় ঢাকা গুলশানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধ্যকজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ছেলে মশিউজ্জামান রোমেল, মেয়ে টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হকসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
উল্লেখ্য খন্দকার আসাদুজ্জামান ১৯৩৫ সালের ২২ অক্টোবর জন্মগ্রহন করেন। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...