মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ প্রস্তুতি মুলক সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুর রহমান শহীদ এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা মোঃ জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মোঃ আজাহারুল ইসলাম সিকদার, ওসি (তদন্ত) মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।