নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে তিন দিনব্যাপী গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে সমাপনী দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এসময় অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘাটাইল গলফ ক্লাব ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর যৌথ আয়োজনে এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের ১২৫জন গলফার অংশ নেন।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...