স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ঘাটাইলে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড.দিপু মনি-কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২৪অক্টোবর) বিকেলে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম,ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো.হাসান আলী,ফজিলাতুন্নেছা’র প্রধান শিক্ষক বিউটি বেগম,ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠিনিক সম্পাদক বিপ্লব সরকার,বাসা বাইদ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম মোজাম্মেল হক।
ঘাটাইলে এমপিও ভুক্তর তালিকায় রয়েছে যে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান- শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়,ডা:শওকত আলী উচ্চ বিদ্যালয়,শালিয়াবহ চৌরাস্তা উচ্চ বিদ্যালয়,বাসাবাইদ উচ্চ বিদ্যালয়,আতাইল শিমুল উচ্চ বিদ্যালয়,সৎসঙ্গ তপবন উচ্চ বিদ্যালয়,এম এ সাত্ত্বার খান মডেল উচ্চ বিদ্যালয়, আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসা,মুলবাড়ি দাখিল মাদ্রাসা,আ:মজিদ ভূঁইয়া আলিম মাদ্রাসা,সাগরদিঘী কলেজ,ধলাপাড়া কলেজ,ফুলমালির চালা বিএম কলেজ।