ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করে করে প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা সমর্থিত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আজ রোববার (১৭ নভেম্বর)বিকেলে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা ট্রাক মালিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি। গত ১৪ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ’টাঙ্গাইলে আবার আমানুর আতঙ্ক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বক্তরা প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান। সংবাদটি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আওয়ামীলীগের জনপ্রিয় নেতাদের বিতর্কিত করে ঘায়েল করার অপচেষ্টা বলে দাবি করেন তারা। মানববন্ধে সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত সকল নেতাকর্মীদের প্রথম আলো পত্রিকা বর্জন করতে বলেন। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিমূলরক সংবাদ প্রকাশ করায় প্রথম আলো পত্রিকার প্রতিবেদকের শাস্তি দাবি করেন। মানববন্ধনে ও সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আনেহল ইউপি চেয়ারম্যান তালুকদার, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা সুমন খান বাবু প্রমুখ।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...