ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মুলবাড়ী গ্রামের ব্যবসায়ী মো. হাবিবুল্লাহর(২৪) নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে দেওজানা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(৩ জানুয়ারি) সকালে দেওজানা বাজার বণিক সমিতির আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়।
এানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবদুল হামিদ শেখ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আসলাম উদ্দিন, দেওজানা বাজার বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মিন্টু, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, এ নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অবিলম্বে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চত করতে হবে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর গত ৩০ ডিসেম্বর(সোমবার) দুপুরে ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মুলবাড়ী এলাকা থেকে ব্যবসায়ী মো. হাবিবুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. হাবিবুল্লাহ ঘাটাইল উপজেলার মুলবাড়ী গ্রামের আবু জাফর স্বপনের ছেলে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...