ঘাটাইল সংবাদদাতাঃ টাঙ্গাইলের ঘাটাইলে পূর্ব শত্রুতার জের নিয়ে প্রতিপক্ষের দা’র কোপে ১০ বছরের শিশু ফাহাদ হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধায় উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সানবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, গ্রামের হাসান মাস্টারের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছোট ছেলে ফাহাদ ও মেয়ে হাসি চাচাতো ভাই-ভাবিদের সাথে ছাগল নিয়ে কথা কাটাকাটি করার এক পর্যায়ে প্রতিপক্ষ রুশো, রুশোর স্ত্রী মর্জিনা এবং সোনালি লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। এসময় শিশু ফাহাদ ও হাসির বাবা হাসান মাস্টার বাড়িতে না থাকায় কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। এক পর্যায়ে রুশো দা হাতে নিয়ে ফাহাদকে কুপ দিয়ে মাটিতে ফেলে দেয়। ঘটনাস্থলেই ফাহাদ ও হাসি জ্ঞান হারায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রুশোর সাথে মোবাইলে কথা বলতে চাইলে রুশোর স্ত্রী ফোন রিসিভ করে বলেন, ‘ওনি এলাকায় নেই, যা বলার আমাকে বলুন।’ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাগের মাথায় কখন কী হয়েছে বলতে পারবো না।’
লক্ষিন্দর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বাহাদুর মিয়া জানান, হামলার ঘটনায় শিশু ফাহাদ এখন হাসপাতালে রয়েছে। তবে ছোট বাচ্চার সাথে এমন সন্ত্রাসী ঘটনায় তীব্র নিন্দা জানাই।