ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় জামুরিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে উপজেলার জামুরিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামের একটি পুকুরে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে করে পুকুরের পাড়গুলো ভেঙে পুকুরের আশ পাশের বাড়িগুলো ভাঙ্গনের মুখে পড়ে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ড্রেজারের মালিককে পাওয়া যায়নি। পরে আগুন দিয়ে ড্রেজারটি পুড়িয়ে দেখা হয়।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...