ঘাটাইল প্রতিনিধি: ইংরেজী ভীতি দুুর এবং ইংরেজী বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষে আর্ন্তজাতিক সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে অঞ্চল ভিত্তিক ওয়ার্ডমাস্টার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ঘাটাইল সিডিপির মিটিং রুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় মৌলভীবাজার,সখিপুরও ঘাটাইল সিডিপির ৩৮জন প্রতিযোগী প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। জাতীয় পর্যায়ে ওয়ার্ডমাস্টার প্রতিযোগীতায় অংশ গ্রহণ করার জন্য ,প্রতিযোগিদের মধ্যে থেকে ৮ জনকে মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হয়।পরে এই ৮জন প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম,মৌলভীবাজার সিডিপির এ্যাডুকেশন অফিসার জুয়েল বিশ্বাস ও সুখিপুর সিডিপির এ্যাডুকেশন অফিসার মো.জাকির হোসেন রাজু, একে বাংলা স্কুলের ইংরেজী শিক্ষক মিজানুর রহমান মিজান,সখিপুুুর আশা স্কুলের প্রধান শিক্ষিকা জাকিয়া শারমিন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার বর্মন।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...