সৈয়দ মিঠুন-ঘাটাইল প্রতিনিধি ;
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ঘাটাইলের সরকারি জিবিজি কলেজ মাঠে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় স্থানীয় উপজেলা প্রশাসন যৌথভাবে এ মহড়ার আয়োজন করে। মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ মহড়া পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ নুর নাহার বেগম,ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সরকারি জিবিজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ার রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক প্রমূখ। উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহড়ায় উপস্থিত থেকে দুর্যোগ প্রশমনে করনীয় বিষয় এবং অগ্নি নির্বাপন বিষয়ে শিক্ষা গ্রহন করেন।