ঘাটাইল সংবাদদাতাঃ অনলাইন সংবাদ মাধ্যম ঘাটাইলডটকম এর (ghatail.com) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ মে) ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘাটাইলডটকম প্রতিষ্ঠাকালীন সময় থেকে ঘাটাইল ও দেশের গণমাধ্যমে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দল মত নির্বিশেষে এবং ব্যক্তি স্বার্থর ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর এই সংবাদ মাধ্যমটি। এরই ধারাবাহিকতায় ঘাটাইলের সন্মানিত রাজনিতিকগণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, কবি, সাহিত্যিক এবং সমাজের গণ্যমান্য নাগরিকদের সন্মানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ঘাটাইলডটকম কর্তৃপক্ষ।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহিদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল হক মনি, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান খান আজাদ, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, উইজডম ভ্যালির অধ্যক্ষ কামাল হোসেন প্রমুখ।
এ সময় ঘাটাইল ও পার্শ্ববর্তী উপজেলার প্রেসক্লাব এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ঘাটাইলডটকম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সে সময় অনুষ্ঠানস্থলে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দোয়া ও ইফতার মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ বক্তব্যে ঘাটাইলডটকমের শুভ কামনা করেন। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ঘাটাইলডটকম কুশীলবদের নিকট অনুরোধ রাখেন। সে সময় তারা উল্লেখ করেন, ঘাটাইলডটকমের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের প্রভাব ইতোমধ্যে সমাজে দৃশ্যমান হচ্ছে।
মাহফিলে দোয়া পরিচালনা করেন ঘাটাইল উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ইমাম মাওলানা জুবায়ের মাহমুদ।
দোয়া ও ইফতার মাফফিল সফল করার জন্য ঘাটাইলডটকমের পক্ষে এর প্রকাশক ও সম্পাদক এস এম ইমরুল কায়েস রাজিব ও সম্পাদক সারোয়ার জাহান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের যুগ্ন আহব্বায়ক সোয়েব রানা।