গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে পল্লী বিদ্যুতের ছেড়া তারে পিষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। হতভাগ্য মা ও ছেলের নাম মোছা. কল্পনা বেগম (৩০) এবং আকাশ মিয়া (১১)। তারা ওই গ্রামের মো. বাদল মিয়ার স্ত্রী ও ছেলে।
জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির একটি লাইন ঝড়ে বিধস্ত হয়ে ছিঁড়ে কলা গাছের সাথে ঝুলছিল। কল্পনা বেগম কলাগাছ কাটতে গেলে বিদ্যুৎ পিষ্ট হয়ে পড়েন। এসময় মাকে বাঁচাতে গেলে ছেলে আকাশও বিদ্যুৎ পিষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তালুকদার রফিক মা-ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...