গোপালপুর প্রতিনিধিঃ উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পাট অধিদফতর গোপালপুরের আয়োজনে দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ কর্মসূচী শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার।
চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপ-সহকারি কৃষি অফিসার মোহাম্মদ হামিদুল হক, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, ঘাটাইলের উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. জহির রায়হান, মির্জাপুরের উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রমেশ চন্দ্র সূত্রধর প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ১৫০জন পাটচাষী অংশ গ্রহন করে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...