গোপালপুর সংবাদদাতাঃ টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সোমবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম তালুকদাদেরর সভাপতিত্বে ইউপি সচিব মো. রফিকুল ইসলান খান ২কোটি ৫০লাখ টাকার বাজেট পেশ করেন। এতে আয় ধরা হয়েছে ১ কোটি ৩১লাখ ১১হাজার ৭,৮৫ টাকা ও ব্যায় ধরা হয়ছে ১কোটি ২৮লাখ ৬১হাজর ৭,৮৫টাকা।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ইসমাইল হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল, ইউপি সদস্য মো. আ. মজিদ, আ. ছামাদ, মো. ফিরাজ, মনোয়ারা বেগম, কল্পনা রানী ও রমনি বেগম, শিক্ষক মো. গোলাম রব্বানী ও পিযুষ কান্তি সাহা, সমাজ সেবক মো. আ. ছামাদ গুটু, শফিকুল ইসলাম, মো. আক্তার হোসেন, ইউসুফ আলীসহ সুশীল সমাজ, স্থানীয় সাংবাদিকসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...