কালিহাতী সংবাদদাতা: করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল মনিরের নেতৃত্বে কালিহাতী ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তেরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাধারণ মানুষ ও পথচারীদের লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইনচার্জ শহীদুর রহমান, এলেঙ্গা হাইওয়ে পুলিশের এএসআই মনিমুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।