নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দড়িখশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশু শিক্ষার্থীরা।
ছোট ছোট শিক্ষার্থীরা নানা স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে স্থানীয় রামপুর ভাসানী মার্কেটে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে কালিহাতী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, দড়িখশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওয়াহেদুজ্জামান খসরু, সাবেক সভাপতি কিশমত আলী, সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম, স্থানীয় দারুলকোরআন নেজামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ইসমাইল হেসেন সহ কতিপয় অভিভাবক ও দুই শতাধিক কচিকাঁচা শিক্ষার্থী অংশ নেয়।
অপরদিকে, মঙ্গলবার বিকালে নাগবাড়ী ইউনিয়নের সোমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ ও স্মরণসভার আয়োজন করা হয়। কালিহাতী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সভায় অনুরূপ দাবিতে শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দড়িখশিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিদুল ইসলামকে শনিবার(২১ সেপ্টেম্বর) সকালে নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা বটতলায় কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ ইমান আলী ও তুহীন আলী নামে দু’জনকে গ্রেপ্তার করেছে।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...