কালিহাতী প্রতিনিধি : কালিহাতীতে পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় কালিহাতী পৌরসভায় আজ রবিবার ( ২৩ জুন ) সকালে এ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ ( কালিহাতী ) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম,কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন প্রমুখ।
এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মচারি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...