কালিহাতী প্রতিনিধি : “ শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ৩ অক্টোবর ) সকালে এলেঙ্গা জোনাল অফিসের উদ্বোধন করেন, টাঙ্গাইল -৪ (কালিহাতী ) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি আরজু জমাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী (বিকম), টাঙ্গাইল পবিস’র জিএম রাম শংকর রায়, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ।