আরমান কবীরঃ টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেনু বেগম (৫০) নামে একজন নারী মৃত্যুবরণ করেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় । টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামার পাড়া গ্রামের বাসিন্দা।
এ প্রসঙ্গে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, রেনু বেগম গত কয়েকদিন আগে ঢাকা থেকে মির্জাপুরে আসেন। পরে জ্বর ও ঠান্ডা থাকায় তার নমুনা সংগ্রহ করে ২৬ তারিখে ঢাকায় পাঠানো হলে, ২৭ তারিখ রাতে তার করোনা পজেটিভ আসে। অবস্থার অবনতি হলে গত ২৮ এপ্রিল তাকে চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয় ।
জানা গেছে, তার পরিবারের কেউ লাশ গ্রহন না করায় মারকাজুল-আল-ইসলামকে লাশ দাফনের দায়িত্ব দেয়া হয়েছে।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...