মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঈদে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করতে এগিয়ে এলেন সেচ্ছাসেবী সংগঠন দশমিক ফাউন্ডেশন এর সদস্যরা। টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুন মেধাবী ছাত্র-ছাত্রীরা ১৮ জুলাই রবিবার বিভিন্ন এলাকায় কিছু দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে সংগঠনটির পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ও শীতার্তদের মাঝে আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করেন। ঈদ মানে আনন্দ, দশমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আনন্দ সবার মাঝে বিলিয়ে দেয়ার মাঝেই রয়েছে আনন্দ। করোনা কালীন সময়ে এই দরিদ্র মানুষের রোজগার কম, তাই তাদের কষ্টের মাঝে মুখে হাসি ফোটানোর জন্যই এই আয়োজন। ঈদ আনন্দ অসহায়, গরীব মানুষদের মাঝে বিলিয়ে দেয়ার মাঝেই আত্মতৃপ্তি।। তাই দশমিক ফাউন্ডেশন কিছু দরিদ্র মানুষের মাঝে ঈদ বাজার বিতরণ করলো। এসময় উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি কানিজ ফাতেমা মীম, সহ- সভাপতি আলী আকবর, চিকিৎসা বিষয়ক সম্পাদক ত্রিজান চোহান, সদস্য সেঁজুতি ফেরদোসী যূথি, সাফওয়াত মোহাম্মদ ইহান, জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জয় সাহা ও অপূর্ব কৃষ্ণ দে।