নিউজ ডেস্কঃটাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ হত্যা মামলায় সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির করা হয়েছে। সেই সঙ্গে এই মামলায় চিকিৎসকসহ দুইজনের স্বাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মোট ১৬জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার ১১.৩০ টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদ কবির এর আদালতে এই জেরা শেষ হয়।এরআগে বুধবার এমপি রানাকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে টাঙ্গাইল কারাগারে আনা হয়। টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক তানভীর আহাম্মেদ জানান, রাষ্ট্রপক্ষ থেকে দুই স্বাক্ষীকে হাজির করা হয়। তারা হলেন, চিকিৎসক আশরাফ আলী এবং পাবলিক আব্দুল আওয়াল। দুইজন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষ থেকে তাদের জেরা শেষ করা হয়।এছাড়া টাঙ্গাইলে যুবলীগের দুই নেতা শামীম ও মামুন হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এতে করে তার আর মুক্তিতে কোন বাধা নেই। বুধবার (১৯ জুন) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। রানার পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও রুশো মোস্তফা।