আরমান কবীরঃ ১২ টি দলের অংশ গ্রহনে গত ৫ জানুয়ারী শুরু হওয়া টাঙ্গাইল বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে ১৬ জানুয়ারী। ৮ টি দল অংশ গ্রহন করবে কোয়াটার ফাইনালে। দল গুলো হচ্ছেঃ- কিশোলয় যুব সংঘ, থানাপাড়া ব্যায়ামাগার, ইয়ুথ ক্লাব, উদয়ন ক্রীড়া চক্র,মুসলিম রেনেসাঁ ক্লাব, সাবালিয়া ক্রীড়া চক্র, আকুরটাকুর পাড়া যুব সংঘ ও মসজিদ রোড ক্লাব।
টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আজ সোমবার(১৮ জানুয়ারী) সকাল ৯টায় প্রথম কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে “ক” গ্রুপ চ্যাম্পিয়ন কিশলয় যুব সংঘ ও “গ”গ্রুপ রানারআপ থানাপাড়া ব্যায়ামাগার।
১৯ জানুয়ারি মঙ্গলবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে “খ”গ্রুপ চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাব ও “ঘ” গ্রুপ রানারআপ উদয়ন ক্রীড়া চক্র।
২০ জানুয়ারি বুধবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে “গ”গ্রুপ চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ বনাম “ক” গ্রুপ রানারআপ সাবালিয়া ক্রীড়া চক্র।
২১ জানুয়ারি বৃহস্পতিবার সর্বশেষ কোয়ার্টার ফাইনালে খেলবে “ঘ” গ্রুপ চ্যাম্পিয়ন আকুরটাকুর পাড়া যুব সংঘ বনাম “খ”গ্রুপের রানারআপ মসজিদ রোড ক্লাব।
প্রকাশ, প্রথম বিভাগ ক্রিকেট লীগে ২টি করে ম্যাচে পরাজিত হয় নদীয়া স্পোটিং ক্লাব, ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র, রেইনবো স্পোটিং ক্লাব।
কোন খেলায় অংশ গ্রহন না করায় সূর্য তরুন ক্লাবকে লীগ থেকে বহিস্কার করার প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রীড়া সংস্থার সূত্রে জানা গেছে।