মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
আগামী সংসদ নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সামনে জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচন। সংবিধানে বলা আছে- প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনাররা মিলে সুষ্ঠুভাবে র্নিবাচন দেবেন। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দায়িত্ব তারা পালন করবেন। বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী সংসদ নির্বাচন হবে।শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এর পর বীরবিক্রম আব্দুস সবুর খানের স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি।আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও শুরু করে নির্বাচন এলে। তারা বিগত দিনে ট্রেনে আগুন দিয়েছে, ট্রেনলাইনে তুলে নিয়েছে, বিদ্যুতের লাইন কেটেছে, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে- এমনকি জীবন্ত মানুষকে গাড়ির মধ্যে পুড়িয়ে মেরেছে।মন্ত্রী বলেন, আবার ১৫ সালে ৯০ দিনের হরতালের নামে ৫০০ মানুষকে পুড়িয়ে মেরেছে বিএনপি। এখন আমরা গর্ব করি, মাথা উচুঁ করে চলি। সারা পৃথিবী আমাদের স্যালুট করে। স্মরণসভায় টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি বালা মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জোয়াহেরুল ইসলাম এমপি,টাঙ্গাইল সদর( ৫)আসনের এমপি আলহাজ্ব ছানোয়ার হোসেন, প্রমুখ। এ সময় জেলার শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুর্নীতি প্রমাণের পরও স্বপদে বহাল টাঙ্গাইল পৌরসভার প্রকৌশলী আজমী
স্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও স্বপদে বহাল রয়েছে টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ব্রিজের দায়িত্বরত প্রকৌশলী শিব্বির আহম্মেদ আজমী। বুধবার(১৬ এপ্রিল) লঘুদন্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব মো:রেজাউল মাকসুদ জাহেদী...