নিউজ ডেস্কঃ ডেঙ্গু নিধনে সিটি করপোরেশন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মেয়রসহ সবাইকে সমন্বয় করে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সকালে, শান্তিনগরে ডেঙ্গু নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। সমন্বিত সিদ্ধান্ত নিয়ে তা জনগণকে জানানোর নির্দেশ দিয়েছেন দেন ওবায়দুল কাদের।
শোকাবহ আগস্টের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস এলেই অশুভ শক্তির তৎপরতা বেড়ে যায়।
ডেঙ্গু নিধনে আওয়ামী লীগের নেতা কর্মী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন ব্যস্ত তখন অশুভ শক্তি যেন দেশে কোনভাবেই রক্তপাত ঘটাতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার কথাও বলেন ওবায়দুল কাদের।