স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন আইনজীবীরা। বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতি ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এরআগে আইনজীবীদের একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে মানবন্ধনে মিলিত হয়। বিপুল সংখ্যক আইনজীবী মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বার সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম শামীমুল আক্তার, টাঙ্গাইলের পিপি (পাবলিক প্রসিকিউর) ও বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানশাহ সিদ্দিকী মিন্টু প্রমুখ।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।