নিউজ ডেস্কঃ অবশেষে পরিচয় মিলল কালিহাতীতে পাওয়া অজ্ঞাত কিশোরের লাশের। নিহত ঐ কিশোরের নাম মো. সজিব। সে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের মো. সামাদ মিয়ার ছেলে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মীর মোশারফ হোসেন পরিচয় নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, রবিবার (১৬ জুন) দুপুরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় গলায় রশি ও মুখে টেপ পেছানো এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। মৃতদেহটি দেখে প্রাথমিক ভাবে ধারনা করা শ্বাসরোধ করে হত্যার পর ২ দিন আগে কেউ এখানে ফেলে গেছে। পরে লাশ উদ্ধারের খবর পেয়ে সজিবের পরিবার তার লাশ শনাক্ত করে।
এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, নিহত সজিব ১৪ জুন (শুক্রবার) বিকালে মগড়া ইউনিয়নের বাহির শিমুল নানার বাড়ি থেকে একটি মটর সাইকেল যোগে বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ। তার পরিবার আমাকে জানিয়েছে, সজিব তিনটি মোবাইল ব্যবহার করত।
নিহত সজিবের পারিবারিক সূত্র জানা যায়, নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।